বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

পাইকগাছায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নে দশম শ্রেনীর ছাত্র ও নবম শ্রেনীর ছাত্রীকে গোপনে বিয়ে দেয়ার চেষ্টা চলছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ছেলের বাড়ি থেকে ছেলে মেয়েকে উদ্ধার করলেন আনসার ভিডিপি সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, উপজেলার কৈয়া সিটিবুনিয়ার দশম শ্রেনীর ছাত্র ও পাশ্ববর্তী কাঁটাবুনিয়ার নবম শ্রেনীর ছাত্রীকে ভূল বুঝিয়ে ছেলের পিতা মাতা গোপনে বিয়ে দেয়ার চেষ্টা করছিলো। গোপন সংবাদে বুধবার সকাল ১১ টায় আনসার ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেনকে পাঠিয়ে অভিযান চালিয়ে ছেলের বাড়ি থেকে ছেলে মেয়েকে উদ্ধার করা হয়।

এ সময় আলতাফ হোসেন ছেলে ও মেয়েকে উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতারে হাজির করলে ভ্রাম্যমান আদালত বসিয়ে ছেলের পিতাকে ৫হাজার টাকা জরিমানা করে ছেলে ও মেয়ে পূর্ণবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মোচেলকা নিয়ে স্ব- স্ব অভিভাবকের নিকট বুঝে দেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন