বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

রূপসায় ইউপি সদস্যকে মারপিট করে জখম

রূপসা প্রতিনিধি

রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্যকে প্রতিপক্ষরা হামলা চালিয়ে বেধড়ক মারপিট করেছে।

ভূক্তভোগী সূত্রে জানা গেছে, নব নির্বাচিত ইউপি সদস্য ফরহাদ হোসেন (৪০) মঙ্গলবার সকাল পৌনে ১২ টার দিকে তার ব্যবসায়ীক কাজে ভদ্রগাতী বাশতলার মোড় এলাকায় পৌঁছান। এ সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার উপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে এবং বেধড়ক মারপিট করে। এ সময় তার চিৎকারে আশ পাশের লোক এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ইউপি সদস্যকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা সদর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় ওই গ্রামের মৃত আনোয়ার হোসেনের পুত্র, ইউপি সদস্যের ভ্রাতা মো: হান্নান সরদারও আহত হয়েছেন বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রূপসা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন