বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

কুয়েট শিক্ষক সমিতির বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি

ফুলবাড়িগেট প্রতিনিধি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক সমিতির মুজিব শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে বৃক্ষরোপণ ও মৎস অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন লেকের পাড়ে বৃক্ষরোপণ ও মৎস অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজাদ হোসেন।

এসময় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. পল্লব কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক ড. মোঃ আব্দুল হাসিব, শিক্ষক সমিতির মুজিব শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. সোবহান মিয়া, সদস্য-সচিব প্রতীক চন্দ্র বিশ্বাসসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন