Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

পাইকগাছায় নদীর প্রবল স্রোতে স্কুল ছাত্র নিখোঁজ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছার দেলুটির ভাঙন কবলিত স্থানে খেলা করতে গিয়ে নদীর পানির প্রবল স্রোতে অষ্টম শ্রেণী পড়ুয়া এক ছাত্র নিখোঁজ হয়েছে। ফায়ার ব্রিগেডের ডুবুরি দল চেষ্টা করেও স্কুল ছাত্রের কোন সন্ধান মেলাতে পারেনি।

দেলুটির ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল মুঠোফোনে জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার দেলুটি ইউনিয়নের তেলিখালী গ্রামের শফিকুল বিশ্বাসের ছেলে জাহান আলী বিশ্বাস (১৪) তার দুই বন্ধুকে নিয়ে গোপিপাগলা মৎস্য ঘেরের বেড়ীবাঁধের ভাঙন কবলিত স্থান সংলগ্ন (মরা ভদ্রা নদী) পানির স্রোতে খেলা করছিল। এই সময় পানির প্রচন্ড স্রোতে জাহান আলী বিশ্বাস তাৎক্ষনিক পানিতে ডুবে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুজি করেও তাকে না পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীকে বিষয়টি জানান।

নির্বাহী অফিসারের দ্রুত পদক্ষেপে ও নির্দেশনায় খুলনা জেলা ফায়ার ব্রিগেডে সার্ভিসের একটি ডুবুরি দল বেলা সাড়ে তিনটার দিকে ভাঙন কবলিত স্থানে এসে নিখোঁজ জাহান আলী বিশ্বাসকে অনেক খোঁজাখুজি করে। কিন্তু নদীতে প্রচন্ড স্রোতের কারণে সন্ধ্যা ৭টার দিকে ডুবুরি দল উদ্ধার কার্য়ক্রম সমাপ্ত ঘোষণা করেন বলে ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন