বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

বটিয়াঘাটার পশুর নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

খুলনার বটিয়াঘাটা উপজেলার আমিরপুর এলাকা থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নারায়ণখালি খালের ভিতরে থেকে ৭০ বছর বয়সের বৃদ্ধ’র লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসির সহযোগিতায় বিরাট খেয়াঘাটে লাশটি আনা হয়।

পরে খুলনার গোয়েন্দা সংস্থা সিআইডির টিমের একটি দল উপস্থিত হয় সেখানে। নিহত বৃদ্ধে গলায় ও কোমরে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানান।

এ ব্যাপারে বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ জালাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি নৌপুলিশ ফাঁড়ি দেখভাল করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশটি খুমেক মর্গে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন