বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মহসেন জুট মিল শ্রমিকদের অনশন কর্মসূচি

ফুলবাড়িগেট প্রতিনিধি

বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন ও মহসেন জুট মিলের সাধারণ শ্রমিক কর্মচারীদের উদ্যোগে বন্ধকৃত ব্যক্তিমালিকানা জুট মিল চালু ও মহসেন জুট মিলসহ সকল মিলের চূড়ান্ত বকেয়া পাওনা পরিশোধসহ ৬ দফা দাবিতে পুর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল বুধবার সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত মহসেন জুট মিলের প্রধান ফটকের সামনে শ্রমিক কর্মচারী ও তাদের পরিবার পরিজন নিয়ে অনশন কর্মসূচি পালন করবে।

বেসরকারী পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে এ অনশন কর্মসূচি পালিত হবে বলে শ্রমিক নেতৃবৃন্দ জানান।

মহসেন জুট মিলের সাবেক সাধারন সম্পাদক গোলাম রসুল খান বলেন, দীর্ঘ ৭ বছর যাবত শিরোমনি শিল্প এলাকার মহসেন জুট মিল বন্ধ হলেও শ্রমিক কর্মচারীরা তাদের চূড়ান্ত বিলের কোন টাকা মালিকপক্ষ পরিশোধ করেনি। মিল মালিকের কাছে বর্তমানে শ্রমিক কর্মচারীদের প্রায় ১১ কোটি টাকা পাওনা রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন