বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

সুন্দরবনে ৪ মণ হরিণের মাংস ও তক্ষকসহ আটক ১০

গে‌জেট ডেস্ক

সুন্দরবনের পশুর নদীর পশ্চিম পাড় থেকে ১৬০ কেজি হরিণের মাংস, ২০০ মিটার হরিণ ধরার ফাঁদ, ৪টি হরিণের শিং, ১টি তক্ষক ও ৪টি ডিঙ্গি নৌকাসহ ১০ জনকে আটক করেছে খুলনা রেঞ্জের অন্তর্গত ভদ্রা টহল ফাঁড়ি।

গত শুক্রবার (১৯ নভেম্বর) বিকাল ৪টার দিকে ভদ্রা টহল ফাঁড়ির আওতাধীন সুন্দরবনের ১৬ নং কম্পার্টমেন্টের পশুর নদীর পশ্চিম পাড় থেকে তাদের আটক করা হয়। সুন্দরবন পশ্চিম বন বিভাগের কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন- শেখ দিদার, শেখ নিজাম, রাসেল ফকির, আ: সোবহান শেখ, মো. আফ্রিদী, শেখ গোলাম মাওলা, জিয়ার শেখ, শামিম খান, রাজ ও আ. নাইম শেখ। তাদের নিকট সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাটের চাঁদপাই স্টেশন থেকে ইস্যুকৃত মাছ ও কাঁকড়া ধরার ৪টি মেয়াদোত্তীর্ণ পাশ ছিল।

আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থল সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া টহল ফাঁড়ির আওতাধীন একটি কেওড়া বাগান থেকে হরিণ শিকার ও জবাই করার আলামত পাওয়া যায়।

আটককৃতদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-০১, খুলনায় সোপর্দ করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন