বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় দলীয় কার্যালয়ের সামনে বসতেই পারেনি বিএনপি নেতা-কর্মীরা (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

বিএনপি প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে অনুমতির দাবিতে কেন্দ্র ঘোষিত অনশন কর্মসূচি খুলনায় পুলিশের বাধায় নির্ধারিত সময়ে শুরু করতে পারেনি। বিএনপি নেতা কর্মীরা পুলিশী তৎপরতার করণে দলীয় কার্যালয়ের সামনে বসতেই পারেনি।

সকাল ৯ টার আগে বিএনপি কার্যলয়ের সামনে পুলিশ অবস্থান নেয়। সকাল ৯ টার দিকে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে আসতে থাকে। এর মধ্যে নগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু কার্যালয়ের সামনে আসলে নেতাকর্মীর মধ্যে প্রাণ সঞ্চার হয়। জড়ো হয় নেতাকর্মীরা।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন নগর বিএন‌পির সাধারণ সম্পাদ ও সা‌বেক মেয়র বীর মুক্তিযোদ্ধা ম‌নিরুজ্জান ম‌নি, মহানগর বিএন‌পি যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ত‌রিকুল ইসলাম, জেলা বিএন‌পি সাধারণ সম্পাদক আ‌মির এজাজ খান, নগর সহ সভাপ‌তি মীর কায়‌সেদ আলী, শেখ মোশা‌রেফ হো‌সেন, উপ‌দেস্টা সে‌কেন্দার জাফর উল্লাহ খান সাচ্চু, এস আর ফারুক, আবু হো‌সেন বাবু, আসাদুজ্জামান মুরাদ, ম‌নিরুজ্জামান মন্টু ও শেখ আব্দুর রশীদসহ অনেকেই।

এ সময় পুলিশ কর্মকর্তারা তাদের রাস্তা থেকে উঠে দলীয় কার্যালয়ের ভেতরে গিয়ে কর্মসূচী পালন করার অনুরোধ করলে নেতাকর্মীরা সেখানে বসে থাকে। পরপর কয়েকজনকে টেনে হেচড়ে সেখান থেকে তুলে দেয়।

আগে থেকে কোন অনুমতি না থাকায় এখানে বসতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেয় পুলিশ। এ নিয়ে নগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সাথে কথা কাটাকাটি হয়। পরে দলীয় নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের ভেতর চলে যায়।

পরে নগর বিএনপির সভাপতি নজরুল ইসলম মঞ্জু সাংবাদিকদের বলেন, সরকার অগণতান্ত্রিকভাবে আমাদের এ শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে। আমাদের অবরুদ্ধ করে রেখেছে। কোন নেতাকর্মীকে দলীয় কার্যালয়ে প্রবেশ ও বের হতে দিচ্ছে না। বিএনপি একটি গণতান্ত্রিক দল। শান্তিপূর্ণ ভাবে যে কোন কর্মসূচি পালন করার অধিকার আমাদের আছে। কিন্তু প্রশাসন আমাদের তা করতে দিচ্ছে না।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন