বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

শেখ রাজিয়া নাছেরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ, খুলনায় আ’লীগের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতৃবধু, প্রয়াত শেখ আবু নাছেরের সহধর্মিনী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও শেখ সালাহউদ্দিন জুয়েল, শেখ সোহেল, শেখ জালাল উদ্দিন রুবেল, শেখ বেলাল উদ্দিন বাবুর মা শেখ রাজিয়া নাছের’র প্রথম মৃত্যুবার্ষিকী আজ।

এ উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে দলীয় কার্যালয়ে দিনব্যাপী কোরআনখানি এবং বাদ মাগরিব স্মরণ সভা ও দোয়া মাহফিল।

কর্মসূচিতে মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নির্বাচিত দলীয় কাউন্সিলরদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন