বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

কয়রায় মোটরসাইকেল পার্টসের দোকানে আগুন

নিজস্ব প্রতিবেদক

খুলনার কয়রায় মোটরসাইকেল পার্টসের দোকানে বিদ্যুৎ শর্ট-সার্কিটের ফ‌লে আগুনে টায়ার টিউব ও অন্যান্য যন্ত্রাংশ পু‌ড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টায় কয়রা বাজারের পুরাতন বাসস্ট্যান্ডের পাশে জনৈক আসাদুল সরদারের মোটরসাইকেল পার্টসের দোকানে এ আগুন লাগে। তাৎক্ষণিক স্থানীয় জনগণ সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনে।

কয়রা‌ থানার ডিউ‌টি অ‌ফিসার এস আই র‌শিদ নি‌শ্চিত ক‌রে‌ ব‌লেন, কোন মানু‌ষ হতাহত হয়‌নি। ত‌বে দোকা‌নের অ‌নেক মালামাল পু‌ড়ে গে‌ছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন