অজ্ঞান পার্টির কবলে পড়ে টাকা ও মোবাইল খোয়া গেছে এক ব্যক্তির। তিনি যশোর জেলার মনিরামপুর উপজেলার মুজগুন্নি গ্রামের মাতলুবুর রহমানের পুত্র মাহফুজুর রহমান (৩৫)।
তার পারিবারিক সূত্রে জানা যায়, তিনি শুক্রবার রাতে ঢাকা থেকে কিং ফিসার পরিবহন যোগে মনিরামপুরে আসছিলেন। এসময় পাশে বসা এক ব্যক্তি তাকে অজ্ঞান করে কাছে থাকা নগদ ২৫হাজার টাকা ও ১টি মোবাইল ফোন নিয়ে পথিমধ্যে নেমে পড়ে। সকালে পরিবহনটি খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে এসে যাত্রীদের নামানোর সময় তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা হালিমা ক্লিনিকে ভর্তি করেন। বর্তমানে তিনি আশংঙ্কা মুক্ত।
খুলনা গেজেট/ টি আই

