বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় কিশোর গ্যাংয়ের ১৩ সদস্য আটক (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ জন কিশোরকে ও একজন কিশোরীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও ধারালো চাকু উদ্ধার করা হয়।

আটক হওয়া এসকল কিশোর অপরাধীদের সমাজসেবা অধিদপ্তরের প্রভেশন কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার (৮ নভেম্বর) র‌্যাব-৬’এর অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাব অধিনায়ক জানান, সদর কোম্পানীর অভিযানিক দল রবিবার খুলনা মহানগরীর পুরাতন স্টেশন রোড, ৭নং ফেরীঘাট ও নিরালা এলাকা থেকে একজন কিশোরী ও ১২ জন কিশোর অপরাধীকে আটক করেছেন। তারা মাদকাসক্ত হয়ে নানা ধরনের অপরাধ কর্মকান্ডের সাথে সম্পৃক্ত হয়। র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এ সকল কিশোর অপরাধীদের সমাজসেবা অধিদপ্তরের প্রভেশন কর্মকর্তা নিগার সুলতানার কাছে হস্তান্তর করা হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন