Edit Content
খুলনা, বাংলাদেশ
বুধবার । ৬ই আগস্ট, ২০২৫ । ২২শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জুমা’র নামাজের মধ্য দিয়ে চালু হতে যাচ্ছে খুবি’র কেন্দ্রীয় জামে মসজিদ

মেহেদী হাসান বাপ্পী, খুুলনা বিশ্ববিদ্যালয়

দীর্ঘ প্রতীক্ষার পর চালু হতে যাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ। সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ আগস্ট জুমা’র নামাজ আদায়ের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজসহ অন্যান্য কার্যক্রম শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর থেকে জানা যায়, কেন্দ্রীয় মসজিদের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে, সামান্য কিছু ফিনিশিং কাজ বাকি। চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম। এর আগে ভিত্তিপ্রস্তরের পর পাইলিং পর্যায়ে এসে কাজ থেমে যায়। পরবর্তীতে ২০১৮ সালের ফেব্রুয়ারী মাসে ঠিকাদার প্রতিষ্ঠান ঢালি কন্সট্রাকশনের সাথে ৩ কোটি ৯ লাখ ৬১ হাজার টাকার নতুন চুক্তিতে পুনরায় নির্মাণ কাজ শুরু হয়, যা শেষ হওয়ার কথা ২০২০ সালের অক্টোবর মাসে। মোট ১৪,৫০০ বর্গফুট জায়গাতে একসাথে প্রায় ২ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন বলে জানা গেছে।



বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস খুলনা গেজেটকে বলেন, “মসজিদ নির্মাণের উদ্দ্যোগ নেওয়া হলে প্রথম পর্যায়ে পাইলিংয়ের পর কাজ বন্ধ ছিল অনেক দিন। পরবর্তীতে বর্তমান উপাচার্য স্যারের উদ্যোগ এবং তৎপরতায় পুনরায় নির্মাণ কাজ শুরু হয়। নতুন মসজিদে নামাজ আদায় শুরু হলেও পুরাতন মসজিদে আগের মতোই নিয়মিত নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে।”

বিশ্ববিদ্যালয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস জানান, “অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদগুলো যেমন ছাত্রদের হল কেন্দ্রীক, আমাদের এখানেও তেমনটা হয়েছে। নতুন কেন্দ্রীয় মসজিদে নামাজ শুরু হলে ছাত্ররাই বেশি উপকৃত হবে। বিশেষ করে ফজর এবং এশার নামাজ তারা জামাআতের সাথে আদায় করতে পারবেন।”

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন