বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

খুলনা মহানগর মহিলা দলের সভাপতি রেহানা ঈসা, সম্পাদক আনজিরা

নিজস্ব প্রতিবেদক

খুলনা-রাজশাহী এবং নাটোরে গঠন করা হয়েছে জাতীয়তাবাদী মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি।

শনিবার (৩০ অক্টোবর) সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অনুমোদন দিয়ে এতে বলা হয়, সৈয়দা রেহানা ঈসাকে সভাপতি করে মহিলা দল খুলনা মহানগর শাখার ১৯১ সদস্যের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি করা হয়। এই কমিটির সাধারণ সম্পাদক হলেন আনজিরা খাতুন।

অপরদিকে, ১২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি করা হয়েছে রাজশাহী মহানগর শাখার মহিলা দলে। এতে সভাপতি হয়েছেন অ্যাডভোকেট রওশন আরা পপি। আর সাকিনা খাতুনকে (খুকু) সাধারণ সম্পাদক করা হয়।

এছাড়া মহিলা দলের নাটোর জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি অনুমোদন করা হয়েছে। এতে বেগম সুফিয়া হককে সভাপতি করা হয়। আর সাধারণ সম্পাদক করা হয় মোর্শেদা বেগম রুপালীকে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন