বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

পু‌লি‌শের উপর হামলার ঘটনায় ডুমুরিয়ার নৌকার প্রার্থী পু‌লিশী হেফাজ‌তে

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনার ডুমু‌রিয়া উপ‌জেলার মাগুরখা‌লি ইউ‌পি নির্বাচনে নৌকা প্রার্থীর সমর্থনে আচরণ বি‌ধি লংঘন ক‌রে মি‌ছিল ও শোভাযাত্রা কর‌তে নি‌ষেধ করায় পু‌লি‌শের উপর হামলা ক‌রা হয়ে‌ছে।

বৃহস্প‌তিবার দিবাগত রা‌তে উপ‌জেলার মাগুরখালী ইউ‌নিয়‌নের বাগারদাইড় গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে। নৌকার কর্মীদের হামলায় গুরুতর আহত হ‌য়ে‌ছেন মাগুরখালী ক্যাম্প ইনচার্জ সাব ইন্স‌পেক্টর মোঃ আনোয়ারুল ইসলাম ( ৪৬), সহকারী ইনচার্জ এ এস,আই মোঃ জা‌কির হো‌সেন (৩৫) , কন্স‌টেবল রু‌বেল শেখ (৩৫)।

শুক্রবার সকা‌লে স‌রেজ‌মি‌নে ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে ও এলাকাবাসীর সাথে আলাপকা‌লে তারা জানান, বৃহস্প‌তিবার রাত ৯ টার দি‌কে নৌকা প্রতী‌কের সমর্থনে এক‌টি মি‌ছিল বের হয়। মি‌ছিলকারীরা হাতে লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষ প্রার্থীর বিপ‌ক্ষে নানা উস্কানীমূলক বক্তব্য দি‌তে থা‌কে। নির্বাচনী আচরন‌ বি‌ধি অনুযা‌য়ী রাত ৮ টার পর কোন রকম প্রচার প্রচারনা এবং মিছিল করা যা‌বে না বলে নির্দেশনা রয়েছে।

মাগুরখালী ক্যাম্প ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম পু‌লিশ সদস্যদের নি‌য়ে মিছিল কারীদের নিবৃত করার চেষ্টা ক‌রেন। এ‌ সময় মি‌ছিলকারী‌দের ম‌ধ্যে অ‌নি‌মেষ মিস্ত্রী, বামানন্দ মন্ডল, তুষার ঢালী, সুকৃ‌তি গাইন, সুশান্ত বিশ্বাস, মাই‌কেল রায়, স্বীকৃ‌তি সরকার সহ ৪০/৪৫ জ‌নের এক‌টি দল লাঠি সোটা নিয়ে পু‌লি‌শের উপর হামলা চালায়। এ সময় পু‌লি‌শের তিন‌টি মোটর সাই‌কেল ভাংচুর ক‌রা হয়।

হামলায় আহত হন ক্যাম্প ইনচার্জসহ কয়েক জন। তাদের ম‌ধ্যে তিনজনকে রা‌তে ডুমু‌রিয়া উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ‌র্তি হ‌য়ে প্রাথ‌মিক চি‌কিৎসা নেন। বর্তমা‌নে আহত পু‌লিশ সদস্যরা মাগুরখালী ক্যাম্পে চি‌কিৎসা নি‌চ্ছেন।

এই ঘটনার পর শুক্রবার পু‌লি‌শ ঘটনাস্থল পরিদর্শন ক‌রে‌ছেন। আচরন‌ বি‌ধি লঙ্ঘন ক‌রে মি‌ছিল, শোভাযাত্রা করা এবং পু‌লি‌শের উপর হামলার ঘটনায় আওয়ামী লীগ ম‌নোনীত প্রার্থী বিমল কৃষ্ণসানা‌,মাগুরখালী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সরজিত কুমার রায়সহ তার আরো দুই কর্মীকে শুক্রবার রা‌তে পু‌লিশ থানা হেফাজ‌তে নি‌য়ে‌ছে।

এ বিষ‌য়ে ডুমু‌রিয়া থানার অ‌ফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার ক‌রে ব‌লেন, জিজ্ঞাসাবা‌দের জন্য তাদের পু‌লিশ হেফাজ‌তে নেয়া হ‌য়ে‌ছে।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন