Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content
ব্যয় ১৫২ কোটি টাকা

অনুমোদন হতে যাচ্ছে শেখ রাসেল সিভিক সেন্টার

নাফি ইসলাম

অনুমোদন হতে যাচ্ছে ‘শেখ রাসেল সিভিক সেন্টার’। পরিকল্পনা কমিশনে গত ২০ আগষ্ট প্রকল্পের ফাইলটি পাঠানো হয়েছে। খুলনা উন্নয়ন কতৃপক্ষ (কেডিএ) শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রকল্পের ব্যয় প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে ১৫২ কোটি টাকা।

কেডিএ’র সূত্র জানায়,নগরীর নতুন রাস্তা মোড়ের কবির বটতলায় মেইন সড়কের পাশে কেডিএ’র নিজস্ব ১.৪ একর জমিতে ‘শেখ রাসেল সিভিক সেন্টার’ বাস্তবায়ন করা হবে। প্রকল্পটি পিইসি (প্রি একনেক) সভায় পাঠানো হলে গত ফেব্রুয়ারিতে প্রকল্পের কিছু সংশোধন করা হয়। যার ফলে ব্যয় ১০ কোটি টাকা বেড়ে মোট প্রকল্প ব্যয় নির্ধারণ করা হয় ১৫২ কোটি টাকা।

 

 

ইতিমধ্যে জায়গায়টির চারদিকে ঘেরাও করে সাঁটানো হয়েছে সাইনবোর্ড। প্রস্তাবিত প্রকল্পে তিনটি ভবন থাকবে। এর মধ্যে তিনতলা বিশিষ্ট অডিটোরিয়াম, ৬তলায় বিশিষ্ট ভবন এবং ৯তলা ভবন নির্মাণ করা হবে। থাকবে শেখ রাসেলের মূর‌্যাল।প্রকল্পের মধ্যে আরও রয়েছে, অডিটোরিয়াম, এমপি থিয়েটার (ওপেন থিয়েটার), কনফারেন্স রুম, জিমনেশিয়াম, মাল্টিপারপাস হল, ক্লাব হাউজ, সেমিনার হল, গেষ্ট হাউজ, আবাসিক ব্যবস্থা, রেষ্টুরেন্ট, এক্সবিশন হল, শপ, সবুজায়ন এবং পার্কিং ব্যবস্থা।

কেডিএ’র নির্বাহী প্রকৌশলী (প্রকল্প) মো: মোরতোজা আল মামুন শনিবার বিকেলে জানান, গত ২০ আগষ্ট বৃহস্পতিবার পরিকল্পনা কমিশনে প্রকল্পের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন যথাসময়ে মিললে সব এই অর্থবছরের মধ্যে প্রকল্পের কাজ শুরু হবে। ‘শেখ রাসেল সিভিক সেন্টার’ প্রকল্পটি অনেক বড় প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে নগরবাসী একটি স্থানেই অনেক সুবিধা নিতে পারবে। শেখ রাসেলের মুর‌্যাল হবে দৃষ্টিনন্দন। প্রকল্পের ব্যয় ১৫২ কোটি টাকা নির্ধারণ হলেও এটি পরিবর্তন হতে পারে।

 

খুলনা গেজেট/নাফি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন