Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

কয়রায় জোরপুর্বক মুক্তিযোদ্ধার মৎস্য ঘের দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

 কয়রা প্রতিনিধি

কয়রায় জোরপুর্বক মৎস্য ঘের দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার কালনা গ্রামের মৃত বছির উদ্দিন হাওলাদারের পুত্র মুক্তিযোদ্ধা আত্তাব উদ্দিন হাওলাদার।

শনিবার বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘কালনা মৌজার ডিপি খতিয়ান নং-৩৯৬ হাল দাগ নং-১১৭৫ জমির পরিমাণ ০.৫১ একর, এর মধ্যে ০.২৭ একর জমি দীর্ঘদিন আমি শান্তিপুর্নভাবে ভোগ দখল করে ওই জমিতে আমি মৎস্য চাষ করে জীবন জীবিকা নির্বাহ করে আসছি। কোন কারন ছাড়াই গত ২০ আগষ্ট আমার প্রতিপক্ষ ফেরদৌস হাওলাদার গংরা আমার মৎস্য ঘেরের সীমানার রাস্তা কেটে দিয়ে জোর করে দখল করে নিয়েছে। আমরা বাঁধা দিলে আমাদেরকে বেদম মারপিঠ করে তাড়িয়ে দিয়েছে।

এতে করে আমার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তারা প্রভাবশালী হওয়ায় আমরা তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছি না। আমার মৎস্য ঘের দখলের ছবি ও ভিডিও আমার কাছে রক্ষিত আছে। বর্তমানে তারা আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি সহ মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার পায়তারা চালাচ্ছে। বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি আমার মৎস্য ঘের দখল পেতে পারি তার জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।

এ ব্যাপারে ফেরদৌস হাওলাদরের সাথে কথা হলে তিনি বলেন, ‘ওই জায়গা আমাদের তাই দখল করে নিয়েছি।’

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন