Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

নগরীতে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

নগরীর লবনচরা এলাকায় তুচ্ছ কারণে বাশের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে লামি (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

শনিবার (২২ আগস্ট) বেলা পৌনে ১২টায় মৃত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

পরিবার সূত্রে জানা যায়, নগরীর লবনচরা থানা এলাকার মুক্তার হোসেন রোডে রাসেল মিয়ার বাড়িতে স্বামী আলামিন এর সাথে বাসা ভাড়া নিয়ে থাকতেন লামিয়া। সকাল সাড়ে ১০টার দিকে স্বামীকে ফোন দিলে স্বামী আলামিন তাকে ব্যস্ততা দেখালে অভিমানে নিজ ঘরে বাশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। এসময় স্বামী আলামিন ও প্রতিবেশীরা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।

খুলনা গেজেট / এমবিএইচ / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন