বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

খুমেক হাসপাতালে করোনায় দুই জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খুলনায় কমেছে করোনা সংক্রমণ। ফলে হাসপাতালগুলোতে কমেছে রোগীর সংখ্যা। ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে খুলনা করোনা শনাক্ত হয়েছে একজনের।

রোববার (১৭ অক্টোবর) হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু হয়েছে।

তারা হলেন- খুলনা মহানগরীর লবনচরা এলাকার ফুলঝুরি খাতুন (৫০) ও রূপসার বাসিন্দা শেখ ওয়াজেদ আলী (৬৭)।

এদিকে খুলনার তিনটি হাসপাতালে রোগী ভর্তি রয়েছে ১৫ জন। এর মধ্যে খুলনা ২০০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন। এরমধ্যে ইয়ালো জোনে ৮ জন ও আইসিইউতে রয়েছেন ৫ জন।

এছাড়া খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও খুলনা সিটি মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে একজন চিকিৎসাধীন রয়েছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন