Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

সামান্য বৃষ্টিতেই তেরখাদা বাজারের অধিকাংশ রাস্তা কর্দমাক্ত, চলাচলে দুর্ভোগ

তেরখাদা প্রতিনিধি

সামান্য বৃষ্টি হলেই তেরখাদা উপজেলা সদরের কাটেংগা, জয়সেনা ও তেরখাদা বাজারের অধিকাংশ জায়গায় কাদা-পানি জমায় চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ পথচারীরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই সমস্যা সমাধানের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পথচারীরা।

তেরখাদা উপজেলা সহ পার্শ্ববর্তী অঞ্চলের হাজার হাজার মানুষ প্রতিদিন এ তিনটি বাজারে আসে বিভিন্ন কাজ-কর্ম ও কেনাকাটার জন্য। কিন্তু চলতি বর্ষা মৌসুমে বাজারের অবস্থা অত্যন্ত বেহাল। কাদা-পানিতে একাকার। মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ সীমাহীন। ত্রুটিপূর্ণ ড্রেনেজ ব্যবস্থা ও বৃষ্টির পানি তাৎক্ষনিকভাবে সম্প্রসারনের কোন সু-ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই বাজারগুলোর ব্যস্ততম সড়কের উপর দেখতে-দেখতে পানি ও কাঁদা জমে যায়। ফলে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে। এতে সাধারণ পথচারীদেরকে চরমভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে।

গত কয়েকদিনের বৃষ্টির ফলে বাজারের অধিকাংশ রাস্তায় কাদা আর পানি জমতে দেখা গেছে। এদিকে জয়সেনা বাজারের প্রধান সড়ক, কাটেংগা বাজারের তেরখাদা-খুলনা সড়ক, তেরখাদা-গাজিরহাট সড়ক ও তেরখাদা বাজারের প্রধান সড়কের উপর কাঁদা-পানি জমে থাকায় চলাচল করতে অসুবিধা হচ্ছে পথচারীদের। কোনো রাস্তার পাশে ড্রেনেজ ব্যবস্থা নেই। যে কারণে এসব রাস্তায় উপর দীর্ঘসময় কাঁদা ও পানি জমে থাকে।

কাটেংগা বাজার বনিক সমিতির সভাপতি জনাব আলী শেখ ও সাধারন সম্পাদক গোলাম মোস্তফা ভুট্ট বলেন, ‘এই বাজারে অনেক অনিয়ম, দুর্ণিতি হয়েছে, কোন উন্নয়নই হয় নাই। আমরা বাজারের এ সকল সমস্যা সহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানিয়েছি। তারা বিষয়টি দ্রুত সমাধান করবেন বলে আশ্বাস দিয়েছেন।’

কাটেংগা বাজার বনিক সমিতির সাবেক সভাপতি ও ব্যবসায়ী হেদায়েত মোল্যা বলেন, ‘তেরখাদা উপজেলার অন্যতম বাজার হচ্ছে কাটেংগা বাজার। এখান থেকে সরকার বড় অঙ্কের রাজস্ব পায়, কিন্তু বাজারটির আশানুরূপ উন্নয়ন হচ্ছে না। ব্যবসায়ীদের বাঁচানোর জন্য অচিরেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টির প্রয়োজন।’

জয়সেনা বাজারের ব্যবসায়ী ও ইউপি মেম্বর শেখ তোফায়েল আহমেদ বলেন, ‘জয়সেনা বাজারে সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি জমে কাদার সৃষ্টি হয়। তাই অল্প বৃষ্টিতেই কাদার সৃষ্টি হয়।’

কয়েকজন পথচারী বলেন, ‘কাটেংগা বাজারে বর্ষা মৌসুমে চলাচল করা একেবারে অনুপযোগী। বাজার সদয় করতে যাওয়া খুব কষ্টকর হয়ে দাড়িয়েছে।’ তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বাজারের ব্যবসায়ী ও পথচারীদের দাবি উপজেলা সদরের তিনটি বাজারের ত্রুটিপূর্ন রাস্তাগুলো সংস্কার করা।

এ ব্যাপারে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘বাজারগুলোর উন্নয়নের জন্য সংশ্নিষ্ট মন্ত্রণালয়ে আলোচনা করে ব্যবস্থা নেব। আশা করছি, অচিরেই এ সমস্যার সমাধান হবে।’

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন