বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

সাংবা‌দিক ত‌রিকু‌লের নানীর ই‌ন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

খুলনার কয়রা উপ‌জেলার দেয়াড়া প‌শ্চিমপাড়ার মরহুম মোঃ শাহাবু‌দ্দিন গাজীর সহধর্মিনী, শামসুজ্জামান খোক‌নের মা সা‌লেহা (৬৫) শ‌নিবার সন্ধ্যা ৬টা ৪০‌ মি‌নি‌টে নিজ বা‌ড়িতে ই‌ন্তেকাল ক‌রে‌ন। তি‌নি দেয়াড়া প‌শ্চিমপাড়া একতা সং‌ঘের সাধারণ সম্পাদক সাংবাদিক তরিকুল ইসলামের সেজ নানী এবং প্রচার ও দপ্তর সম্পাদক খা‌লিদ হাসান বাপ্পীর দাদী। ব্রেন স্ট্রোক ক‌রে প্রায় দুই মা‌স অ‌চেতন ছি‌লেন তিনি।

মৃত্যুকা‌লে দুই পুত্র, ৭ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রে‌খে গে‌ছেন। র‌বিবার সকাল সা‌ড়ে ১০টায় পার্শ্ববর্তী বা‌ড়ি‌তে জানাযার নামাজ শে‌ষে পা‌রিবা‌রিক কবরস্থা‌নে দাফন করা হয়। এসময় জানাজা নামা‌জে উপ‌স্থিত ছি‌লেন সা‌বেক উপ‌জেলা চেয়ারম্যান আখম ত‌মিজ উ‌দ্দিন, মহারাজপুর ইউনিয়‌নের নব‌নির্বা‌চিত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, সা‌বেক চেয়ারম্যান সাংবা‌দিক মোঃ সদর উ‌দ্দিন, ইউ‌পি সদস্য আব্দুল মান্নান, ম‌হেশ্বরীপুর ইউ‌নিয়ন বিএন‌পির সভাপ‌তি মোঃ র‌ফিকুল ইসলাম, জয়পুর শিমলার আইট দা‌খিল মাদ্রাসার সুপার মাওলানা শ‌ফিকুল ইসলাম, এড. মোজা‌ম্মেল হক, হা‌ফেজ সিরাজুল ইসলাম, ‌শিক্ষক আব্দুর র‌হিম সানা, খলিলুর রহমান রবিউল ইসলাম, মাসুদ কামাল, আব্দুস সাত্তার, জামাল উ‌দ্দিন, সে‌লিম আখতার, শামীম আখতার, হাফেজ হেলাল উ‌দ্দিন প্রমূখ।

নামা‌জে জানাজার ইমাম‌তি ক‌রেন‌ দেয়াড়া প‌শ্চিমপাড়া জা‌মে মস‌জি‌দের পেশ ইমাম প্রভাষক মোঃ নজরুল ইসলাম।

এদিকে দেয়াড়া প‌শ্চিমপাড়া একতা সং‌ঘের নেতৃবৃন্দ মরহু‌মের আত্মার মাগ‌ফিরাত কামনা ক‌রে ও প‌রিবা‌রের প্রতি সম‌বেদনা জ্ঞাপন ক‌রে বিবৃ‌তি দি‌য়ে‌ছেন। বিবৃ‌তিদাতারা হ‌লেন সংগঠ‌নের সভাপ‌তি এড. আবু বকর সি‌দ্দিক, সহ-সভাপ‌তি মোস্তা‌ফিজুর রহমান, যুগ্ম সম্পাদক রু‌বেল হো‌সেন, কোষাধ‌্যক্ষ আল আ‌মিন হো‌সেন, সাংগঠ‌নিক সম্পাদক আব্দুল্লাহ, নির্বাহী সদস্য আব্দুল কা‌দের, ম‌নিরুল ইসলাম ও সা‌ব্বির হো‌সেন রাজা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন