বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

হরিণের মাংসসহ পাচারকারি আটক

কয়রা প্রতিনিধি

খুলনার কয়রায় হরিণের মাংস সহ আব্দুর রহমান সবুজ (২০) নামের এক পাচারকারিকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (৮ অক্টোবর) ভোররাত ৪ টার দিকে ৪২ কেজি মাংসসহ তাকে আটক করা হয়। আটক আব্দুর রহমান সবুজ উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেতুলতলারচর গ্রামের মোঃ আবু সাইদের ছেলে।

কয়রা থানা সূত্রে জানাযায়, থানা পুলিশের বিশেষ অভিযানে মহেশ্বরীপুর ইউনিয়নের তেতুলতলার চর গ্রাম থেকে ৪২ কেজি হরিণের মাংসসহ সবুজকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীর সাথে থাকা অন্য সদস্যরা পালিয়ে যায়।

কয়রা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা করা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন