বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২১ নির্বিঘ্নে পালনের লক্ষ্যে খুলনা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ বুধবার মোহাম্মদ মাহবুব হাসান, পুলিশ সুপার, খুলনা এর সভাপতিত্বে জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কিভাবে আরো বেশি সুষ্ঠ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে উদযাপন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের মতামত প্রদান করেন।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আমাদের দেশে শারদীয় দুর্গাপূজা উৎসব পালিত হয়ে থাকে। খুলনা জেলাতে বিগত সময়ের মত এ বছরও সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপন নিশ্চিত করণে জেলা পুলিশ সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। তিনি উপস্থিত সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং সকল পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা, পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর লাইট এর ব্যবস্থা রাখার নির্দেশ প্রদান করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন তানভীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ), সুশান্ত সরকার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর), খুলনা সহ জেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন