বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২
শোক সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা

‘ছাত্রনেতা কামালের শূন্যতা পূরণীয় নয়’

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর ছাত্রদলের সাবেক ছাত্র সাধারণ সম্পাদক এসএম কামাল হোসেনের স্মরণে খুলনা মহানগর বিএনপি’র শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২ টায় খুলনা মহানগর বিএনপি’র দলীয় কার্যালয়ে এ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

সভায় বক্তারা বলেন, ছাতনেতা এসএম কামাল হোসেন দলের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন। তার শূন্যতা পূরণীয় নয়। দলের ক্রান্তিকালে রাজপথে সামনের সারিতে থেকে সাহসী ভুমিকা পালন করেছে। সাহসী এই ছাত্রনেতার অকাল মৃত্যু আমাদের ব্যথিত করেছে। রাজনৈতিক অঙ্গণে কামালে মতো নেতার প্রয়োজন। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি ছিলেন কামাল। তার মৃত্যুতে পরিবার যেমন অভিভাবক হারিয়েছে, তেমনি দল হারিয়েছে একজন সাহসী রাজনৈতিক নেতা।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমজাদ খান, বিএনপি নেতা জাফর উল্যাহ খান সাচ্চু, শেখ ইকবাল হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, সিরাজুল হক নান্নু, আবু হোসেন বাবু, সাংবাদিক নেতা রাশেদুল ইসলাম, বিএনপি নেত্রী রেহানা ঈসা, চৌধুরী নাজমুল হুদা সাগর, শরিফুল ইসলাম বাবু ও তারেক হাবিবুল্লাহ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল গাফফার।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন