Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দিতে নোটিশে আইম্মা পরিষদের তিব্রনিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিমকোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ কর্তৃক সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে রাজনৈতিক দলগুলোকে দেয়া আইনি নোটিশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মহানগর নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, ‘৯২ ভাগ মুসলমানের দেশে সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার দাবি তোলার সাহস কোথা থেকে পায় জাতি তা জানতে চায়। অশোক কুমার ঘোষদের আষ্ফালন মেনে নেয়া যায় না। অবিলম্বে অশোক কুমার ঘোষকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই অশোকরাই দেশের শান্তি বিনষ্ট করে ফায়দা নিতে চায়। বাংলাদেশে তিন লাখের অধিক মসজিদ রয়েছে, হাজার হাজার মাদ্রাসা রয়েছে, পঞ্চাশ লক্ষ্যের উপরে আলেম ওলামা রয়েছেন, বাংলাদেশের মানুষ সংখ্যা গরিষ্ঠ মুসলিম ও ধর্মভীরু এদেশে এধরনের দাবী উত্থাপিত করা মানে হলো ধর্ম নিয়ে তামাশা করা, এ হাস্যকর দাবী সকলেই প্রত্যাখান করেছেন। এরা ইসলাম, দেশ ও মানবতার দুশমন।’

বিবৃতি দাতারা হলেন মুফতী গোলামুর রহমান, মাওলানা মুমতাজুল করীম, মুফতী হাফিজুর রহমান, মুফতী আব্দুর রহিম, মুফতী মাহবুবুর রহমান, মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া, মুফতী আলী আহমাদ, মুফতী আব্দুর রশিদ, মুফতী ফখরুল হাসান কাসেমী, মুফতী জাকির হুসাইন, মুফতী আবু সালেহ, মাওলানা ইলিয়াস মাঞ্জুরী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা ফজলুল কাদের, মাওলানা আব্দুল কাদের, মুফতী ইমরান হুসাইন, মুফতী জাকির আশরাফ, মুফতী মাহমুদুল হাসান, মাওলানা মনিরুল ইসলাম, মুফতী মাসুম বিল্লাহ, মুফতী শেখ আমীরুল ইসলাম, মুফতী আনোয়ারুল ইসলাম, হাফেজ মাওলানা কবীর হুসাইন, মাওলানা হাফিজুর রহমান, মুফতী আশরাফুল ইসলাম, হাফেজ মাওলানা শরিফুল ইসলাম, মুফতী রবিউল ইসলাম রাফে, মুফতী জাহিদুল ইসলাম।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন