বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

কপোতাক্ষে নিখোঁজ দিনমজুরের মৃতদেহ উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় নৌকা ডুবিতে নিখোঁজ দিনমজুরের মৃতদেহ বৃহস্পতিবার সকালে থানা পুলিশ শিববাটী এলাকা থেকে উদ্ধার করেছে। মৃতদেহ উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

গত মঙ্গলবার বিকালে উপজেলার পুরাইকাটী গ্রামের হাতেম দফাদারের ছেলে দিনমজুর অহেদ আলী দফাদার (৫০) আলোকদ্বীপ এলাকায় দিনমজুরের কাজ করে বাড়ী ফেরার উদ্দেশ্যে নৌকাযোগে নদী পার হওয়ার সময় কপোতাক্ষ নদের প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এ সময় অহেদ আলীর সঙ্গীরা মাছ ধরা জাল ধরে প্রাণে রক্ষা পেলেও অহেদ আলী নিখোঁজ হয়।

বুধবার ফায়ার সার্ভিসের উদ্ধারকারি দলটি কয়েক ঘন্টা উদ্ধার অভিযান পরিচালনা করে নিখোঁজ ব্যক্তির সন্ধান না পেয়েই উদ্ধার অভিযান সমাপ্ত করেন। বৃহস্পতিবার সকালে পৌরসভার শিববাটীর চকবগুড়া নামক স্থানে কপোতাক্ষ নদের চরে কাঁটাঝাড়ের ঝোপে মৃতদেহ আটকে থাকতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে।

ওসি এজাজ শফী জানান, উদ্ধারের পর মৃতদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন