Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

নগরীতে স্ত্রী হত্যার ঘটনায় স্বামীসহ ৫ জনের নামে মামলা

ফুলবাড়িগেট প্রতিনিধি

নগরীর খানজাহান আলী থানাধীন মশিয়ালীতে নিজ স্ত্রীকে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার অভিযোগে গৃহবধু হীরার ছোট ভাই মোঃ আকাশ চৌধুরী বাদী হয়ে খানজাহান আলী থানায় ৫ জনকে আসামী করে মামলা দায়ের করেছে ।

মামলার আসামীরা হলো আটক স্বামী এম কে আই জিসান , জিসানের ভাই মৃত আশরাফুল এর স্ত্রী হেলেনা বেগম, বোন রিয়া , রিয়ার স্বামী বাবু এবং ইভা ।

মামলার এজাহারে জানা যায়, বিয়ের পর থেকে স্বামী জিসান পরোকিয়ায় জড়িয়ে পড়ায়  প্রতিনিয়ত বিভিন্ন অজুহাতে স্ত্রী হীরাকে অমানুষিক নির্যাতন করতো। এ ঘটনায় খানজাহান আলী থানায় একাধিক বার জিডি ও অভিযোগ করা হয় বলে হীরার পিতা আমির হোসেন চৌধুরী জানান। কিন্তু হীরা তার ছোট ২ টি বাচ্চা মরিয়ম (১০) তামিম মোহাম্মাদ ( ৫) এর কথা ভেবে স্বামীর নির্যাতন মেনে নিয়ে সংসার করছিলো ।

খানজাহান আলী থানার ওসি মোঃ কবির হোসেন বলেন, ঘটনার দিন জিসানকে আটক করা হয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে ।

 

খুলনা গেজেট/নাফি

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন