বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক

ডুমুরিয়া উপজেলার কোমরাইল গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় আসমত উল্লাহ (৭০) নামক এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ডুমুরিয়া উপজেলার কোমরাইল গ্রামে কুন্ডু রাস্তার মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল এসে ধাক্কা দেয় আসমত উল্লাহ (৭০) কে। এতে তিনি ও চালক উভয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রঘুনাথপুর ফ্রেন্ডস ওয়েল ফেয়ার ক্লিনিকে নিয়ে আসে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে খুমেক হাসপাতালে নেওয়ার পর আসমাত উল্লাহ মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন