বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

খুবি’র সিনিয়র শিক্ষকদের সাথে উপাচার্যের মতবিনিময়

খু্বি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের সাথে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা আজ সোমবার বিকাল ৩টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা, ভৌত অবকাঠামো, জমি অধিগ্রহণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে সিনিয়র শিক্ষকদের সহযোগিতা প্রত্যাশা করেন। সিনিয়র শিক্ষকদের মধ্যে অনেকেই বক্তব্য রাখেন। শিক্ষকবৃন্দ উপাচার্যকে এই মতবিনিময় সভা আহবানের জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে তাদের পূর্ণ সহযোগিতা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন