বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

করোনাকালে বিশেষ অবদানের জন্য ১০ জনকে সন্মাননা

নিজস্ব প্রতিবেদক

করোনাকালীন সময়ে মাঠ পর্যায়ে বিশেষ অবদানের জন্য ১০ জনকে সন্মাননা প্রদান করেছে জাতীয় ব্যক্তিত্ব স্মৃতি পরিষদ ও একুশে স্মৃতি সংসদ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পল্টনস্থ রাধুনি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি এম নাসির আহমেদ, খুলনার ডুমুরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, নড়াইল জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাড. রমা রানী রায়, বরিশাল ডিজিটাল হাসপাতালের পরিচালক ডা. হিরন্ময় হালদার, রাজশাহীর বাঘা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ দাস, রাজধানীর ইসলাম ডক্টরস কর্ণারের চেয়ারম্যান ডা. মোফাক্ষারুল ইসলাম, গাজীপুর মহিলা আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক সৈয়দা শাহীতাজ বারী, নারায়ণগঞ্জ সৌরভ রোপ ইন্ডাস্ট্রির পরিচালক আসকারী এম বাবু, চাঁদপুর ছিদ্দিক মেমোরিয়াল হাসপাতালের পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান ও ময়মনসিংহ পৌরসভার কাউন্সিলর ফয়জুর রহমান জীবন। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন