বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

আওয়ামীলী‌গের ২১নং ওয়ার্ড ক‌মি‌টির যাচাই বাছাই সম্পন্ন

নিজস্ব প্র‌তি‌বেদক

এক বৎসর আ‌গে ওয়ার্ড ক‌মি‌টি গঠন হ‌লেও পূনাঙ্গ ক‌মি‌টি যাচাই বাছাই ক‌রে আজ চুড়ান্ত করা হ‌য়ে‌ছে। দ‌লের নগর শাখার নির্বাহী ক‌মি‌টির আগামী সভায় এ ওয়ার্ড ক‌মি‌টি অনু‌মোদন দেওয়া হ‌বে। বুধবার সকা‌লে নগর কার্যাল‌য়ে দ‌লের নগর শাখার এক বৈঠ‌কে এ সিদ্ধান্ত হয়।

নগর সভাপ‌তি ও মেয়র তালুকদার আব্দুল খা‌লেক এ সভায় সভাপ‌তিত্ব ক‌রেন। সভায় সাধারন সম্পাদক এম‌ডি রানা, সহসভাপ‌তি শ্যামল সিংহ রায়,জামালউ‌দ্দিন বাচ্চু,মাহবুব আলম সোহাগ,সদর থানা শাখার সভাপ‌তি এড‌ভো‌কেট সাইফুল ইসলাম,সাধারন সম্পাদক ফ‌কির সাইফুল ইসলাম,জা‌মিরুল হুদা জহর ও এমরানুল হক বাবু আ‌লোচনায় অংশগ্রহণ ক‌রেন।

সভায় ওয়ার্ড ক‌মি‌টির পূ‌র্বের রাজ‌নৈ‌তিক জীবন যাচাই বাছাই ক‌রে ৬৯ সদস্য বি‌শিষ্ট ক‌মি‌টি চুড়ান্ত করা হয়। এ ওয়ার্ড ক‌মি‌টির সম্মেলনে জা‌মিরুল হুদা জহর‌কে সভাপ‌তি ও এমরানুল হক বাবু‌কে সাধারন সম্পাদ‌ক ক‌রে এক বৎসর আ‌গেই ক‌মি‌টি গঠন করা হয়।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন