বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

এড. এনায়েত আলীর সুস্থতা কামনা করেছেন সিটি মেয়র

নিজস্ব প্রতিবেদক

খুলনা পৌরসভার সাবেক চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী এড. মো: এনায়েত আলী’র দ্রুত সুস্থতা কামনা করেছেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যা নিয়ে বর্তমানে তিনি খুলনায় চিকিৎসাধীন আছেন।

বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সদস্য ও বাংলাদেশ সংবিধানের অন্যতম এই প্রণেতা যাতে দ্রুত সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন সেজন্য সিটি মেয়র মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করেন।

অপরদিকে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও সংরক্ষিত আসনের কাউন্সিলর রুমা খাতুনের স্বামী বিশিষ্ট ক্রীড়া সংগঠক মফিজুর রহমান গোর্কীর ইন্তেকালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় সিটি মেয়র মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন