Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

পাইকগাছায় পূজা পরিষদ নেতার পরলোক গমন

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অসিত কুমার সাহা ভোলা খুলনার একটি বে-সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা সাড়ে ৩টায় পরলোক গমন করেছেন। তাঁর এক স্ত্রী ও দুই ছেলেসহ বহু গ্রণগ্রাহী আত্মীস্বজন রয়েছে।

এদিকে পূজা পরিষদ নেতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পূজা পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন পূজা পরিষদের জেলা কমিটির সহ-সভাপতি চম্পক পাল, যুগ্ম সম্পাদক সাধন ভদ্র, জেলা নেতা এড. চিত্ত রঞ্জন সরকার, সাবেক অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, দীপক কুমার মন্ডল, ঐক্য পরিষদের জেলা কমিটির সহ-সভাপতি এড. অজিত কুমার মন্ডল, পূজা কমিটির উপজেলা সভাপতি সমীরণ সাধু, সাধারন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ঐক্য পরিষদের উপজেলা সভাপতি রবীন্দ্র নাথ রায়, সাধারন সম্পাদক সাংবাদিক তৃপ্তি সেন, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, পরিষদ নেতা প্রাণ কৃষ্ণ দাশ, রবিশংকর মন্ডল, কৃষ্ণপদ মন্ডল, মুরারী মোহন সরকার, হেমেশ চন্দ্র মন্ডল, উত্তম কুমার দাশ, সুনীল কুমার মন্ডল, পীযুষ কুমার সাধু, বাবুরাম মন্ডল, জগদীশ রায়, গৌরঙ্গ মন্ডল প্রমুখ।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন