বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

নবাগত ওসি’র সাথে প্রেসক্লাব ফুলতলার সাংবাদিকদের মতবিনিময়

ফুলতলা প্রতিনিধি

খুলনার ফুলতলায় নবাগত ওসি মাহাতাব উদ্দিনের সাথে সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় তার দপ্তরে প্রেসক্লাব ফুলতলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, সিনিয়র সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক সেকেন্দার আলী রাজু, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ, এস আই মোঃ আবুল কাউম এবং এস আই অমিতাব সন্যাসী প্রমুখ।

প্রসঙ্গত, নবাগত ওসি মাহাতাব উদ্দিন ইতিপূর্বে খুলনার বটিয়াঘাটা, যশোরের কেশবপুর, ঝিনাইদহের হরিনাকুন্ডু, বাগেরহাট সদরে ওসি হিসাবে দায়িত্ব পালন শেষে সোমবার ফুলতলা থানায় যোগদান করেন।

খুলনা গেজেট/এআইএন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন