Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content
খুলনা-যশোর পদযাত্রা

পাটকলের ৫৫ হাজার বদলি শ্রমিকের ভাগ্যে কিছু জোটেনি

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রায়াত্ব পাটকল চালু দাবিতে যশোরের কার্পেটিং জুট মিল গেট হতে খুলনার ইর্ষ্টান জুট গেট পযর্ন্ত পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে । পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের আহবানে রবিবার ১৬ আগস্ট বিকাল সাড়ে তিনটায় শুরু হয়। পাটকল চালু ও আধুনিকরনের দাবিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহবায়ক এড কুদরাত খোদা সভাপতিত্বে কর্পেটিং জুট মিলের সামনে মানব বন্ধন ও সমাবেশ অনুষ্টিত হয় । বক্তব্য রাখেন গন সংহতি আন্দোলন প্রধান সমন্বয়কারী যোনায়েদ সাকি, ওয়াকার্স পার্টি নেতা কমরেড ইকবাল কবীর জাহিদ, সিপিবি নেতা মোশারেফ হোসেন, সমসের আলী, নজরুল ইসলাম প্রমুখ ।

নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডসেকে টাকা দেয়া হলেও ৫৫ হাজার বদলী শ্রমিকদের কিছুই দেয়া হচ্ছে না। আর রাষ্ট্রয়াত্ব পাটকল বন্ধর জন্য বাংলাদেশ পাটের বিশ্ব বাজার হারাচ্ছে, যার প্রভাব বেসরকারী জুট মিল গুলির উপরও পড়বে। তবে লাভবান হচ্ছে ভারত ।পাটের বিশ্ব বাজারে বাংলাদেশ যে প্রতিযোগিতায় ছিল ,তা এখন এক চেটিয়া ভাবে ভারতে কাছে চলে যাবে ।

 

 

খুলনা গেজেট / নাফি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন