বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

জমজম ও ছালছাবিল মিষ্টি ঘরে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

নগরীর জমজম ও ছালছাবিল মিষ্টি ঘরে জরিমানা করা হয়েছে। শনিবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম এর নেতৃত্বে দুই প্রতিষ্ঠানে ৭হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, সদর থানাধীন শের ই বাংলা রোড এলাকায় নোংরা, দুর্গন্ধময় পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে জমজম মিষ্টি ঘরকে পাঁচ হাজার টাকা এবং নিরালা মোড়ে ছালছাবিল মিষ্টি ঘরকে ঘি এর বোতলে মেয়াদ, মূল্য, ওজন উল্লেখ না করায় দুই হাজার টাকা জরিমানা করা হয়।

খুলনা গেজেট / এনআইআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন