Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

মুক্তিযুদ্ধে ৯নং সেক্টরের ডেপুটি কমান্ডার ইউনুস আলী ইনু আর নেই

নিজস্ব প্রতিবেদক

মহান মুক্তিযুদ্ধকালীন ৯নং সেক্টরের ডেপুটি কমান্ডার মোঃ ইউনুস আলী ইনু (৮০) আর আমাদের মাঝে নেই। শনিবার দিবাগত রাত (১৬ আগস্ট) পৌনে একটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লা‌হি ওয়া ইন্না ইলা‌ইহি রা‌জিউন (আমরা‌ তো আল্লাহরই এবং নিশ্চয়ই আমরা তাঁরই দি‌কে প্রত‌্যাবর্তনকারী)। বার্ধক্যজনিত নানাবিধ অসুস্থ্যতায় গত ৩ আগস্ট থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কণ্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন।

জাতির এ বীরসন্তান খুলনা মহানগর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি, যুদ্ধকালীন বৃহত্তর খুলনা মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার এবং মুক্তিযুদ্ধে ৯নং সেক্টরের ডেপুটি কমান্ডার ছিলেন। জাতির এ সুর্য্য সন্তানের মৃত‌্যুতে আত্মীয়-স্বজন, এলাকাবাসীর তথা রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের একমাত্র পুত্র মোঃ ইমতিয়াজ হোসেন রাসেল জানিয়েছেন, আজ (১৬আগস্ট) জোহরবাদ নগরীর দৌলতপুর পাবলা সবুজ সংঘমাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন