বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

বঙ্গবন্ধুর ভাস্কর্যে স্বাধীনতা সাংবাদিক ফোরামের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা প্রেস ক্লাবস্থ বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বাধীনতা সাংবাদিক ফোরাম, খুলনার নেতৃবৃন্দ। শনিবার বেলা ১১টায় সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু ও সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন এর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সভাপতি শেখ আবু হাসান, কেইউজে’র সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সাধারণ সম্পাদক মো. সাঈয়েদুজ্জামান সম্রাট, মো. সাহেব আলী, মোজাম্মেল হক হাওলাদার, মো. শাহ আলম, এস এম কামাল হোসেন, আসাদুজ্জামান রিয়াজ, দেবব্রত রায়, আনোয়ারুল ইসলাম কাজল, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক, মো. হুমায়ুন কবীর, মহেন্দ্র নাথ সেন, নেয়ামুল হোসেন কচি, অভিজিৎ পাল, জয়নাল ফরাজী, নূর হাসান জনি, আল মাহমুদ প্রিন্স, বিমল সাহা, সাঈদা আক্তার রিনি, মিলন হোসেন, দিলীপ পাল, শরিফুল ইসলাম বনি, রীতা রানী দাস প্রমুখ। সূত্র : খবর বিজ্ঞপ্তি

 

খুলনা গেজেট / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন