বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

গভ: ল্যাবরেটরী হাই স্কুলের এ্যালামনাই এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফুলবাড়িগেট প্রতিনিধি

গভ: ল্যাবরেটরী হাই স্কুলের এ্যালামনাই এ্যাসোসিয়েশনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। ১৪ আগষ্ট সকাল ১০টায় ল্যাবরেটরী হাই স্কুল প্রাঙ্গণে স্কুলের প্রাক্তন ছাত্ররা এ্যালামনাই এ্যাসোসিয়েশনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে, বৃক্ষরোপণ ও আলোচনা সভার মাধ্যমে দিনটি উদযাপন করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রাক্তণ ছাত্র আব্দুল খালেক। প্রধান অতিথি ছিলেন এ্যাসোসিয়েশনেরপ সেক্রেটারী মোঃ নওশাদুজ্জামান পল্টু। বিশেষ অতিথি ছিলেন আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিম।

মোঃ রেজাউল ইসলাম রেজার পরিচালনায় বক্তৃতা করেন শেখ আতিয়ার রহমান, নাসির উদ্দিন ধনি, মাহবুবুর রহমান সেলিম, কাজী আসাদুজ্জামান মিল্টন, রুপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক শেখ আলাউদ্দিন হোসেন, সাইদুর রহমান, মোঃ কাজল, মোঃ কামাল আহম্মেদ, মোঃ রানা, শাহাবুদ্দিন জুয়েল, মোঃ বজলুর রহমান, মোঃ শফি, ওয়াহিদুর রহমান রাজু প্রমুখ।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন