বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

খুলনায় মাদকসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

খুলনা মাদকসহ দুই বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ। মাদক বিরোধী অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে শুক্রবার (১৪ আগস্ট) কেএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, খালিশপুর বাস্তুহারা মুক্তিযোদ্ধা কলোনী এলাকার আবুল কাশেম ফরাজী ছেলে মোঃ রাসেল ফরাজী(২০), এবং দৌলতপুর কদমতলা বায়দুর রহমান এর বাড়ীর ভাড়াটিয়া মৃতঃ আব্দুল মজিদ খানের ছেলে মেহবুব আব্দুল খান(৩৫)।

তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৫ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

 

খুলনা গেজেট / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন