Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

হরিণাকুন্ডুতে ২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যু

হরিণাকুন্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মহামারি করোনায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪ জন। এ নিয়ে গত এক সপ্তাহে উপজেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাড়াল ৭ জনে। আর এ পর্যন্ত মারা গেছেন ১৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন ২৭ জনসহ গত সাতদিনে আক্রান্ত হয়েছেন ৬২ জন। সাতদিনে ১২৬ জনের দেহে করোনা পরীক্ষায় এই ৬২ জন আক্রান্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় আক্রান্ত হার ৪৯.২০ শতাংশ। আর এ পর্যন্ত উপজেলায় ৮১৩ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে আক্রান্ত হয়েছেন ২১৭জন।

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতরা হলেন- শহরতলির মান্দারতলা এলাকার শুকুর আলী, তিনি বৃহস্পতিবার (২৪ জুন) দুপুর একটায় নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার দুপুরে নিজ বাসায় চিকিৎিসাধীন অবস্থায় মারা যান রহিমপুর গ্রামের ছাব্দার হোসেন। একই দিন সন্ধ্যায় করোনায় আক্রান্ত হয়ে মারা যান নারায়নপুর গ্রামের হাজি মনির উদ্দিন। এদিন মধ্যরাতে করোনা উপসর্গ নিয়ে মারা যান কুলবাড়িয়া গ্রামের আনোয়ার হোসেন মালিতা। এর আগে গত ১৮ জুন করোনায় মারা যান উপজেলার রঘুনাথপুর গ্রামের জাহানারা বেগম নামে এক নারী। গত ২১ জুন কুল্যাগাছা ভাতুড়িয়া গ্রামের মসলেম উদ্দিন ও একই দিন উপজেলার লক্ষিপুর গ্রামের ওমর আলী নামে আরও দুই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামিনুর রশিদ জানান, গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৪ জনের মধ্যে ৩ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আর অন্যজন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে।

ইউএনও সৈয়দা নাফিস সুলতানা জানান, স্বাস্থ্যবিধি মেনে ইসলামী ফাউন্ডেশনের তত্বাবধানে মৃতদের দাফন সম্পন্ন করা হয়েছে। আর মৃত ব্যক্তিদেরসহ আশেপাশের অন্তত ৫০ টি বাড়ি লকডাউন করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন