Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাদা পোশাকে তুলে নেওয়ার ২৪ ঘন্টা পর জানা গেল গ্রেপ্তার!

হরিণাকুন্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সানোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন পরিবার। সানোয়ার হোসেন উপজেলার জোড়াদহ গ্রামের বাসিন্দা। রোববার দুপুরে তাকে নিজ বাড়ি থেকে সাদা পোশাকধারী কয়েকজন লোক তুলে নিয়ে যায় বলে জানিয়েছেন তার স্ত্রী জোসনা খাতুন।

তিনি জানান, রোববার দুপুরে সাদা পোশাকে কয়েকজন লোক বাড়ি থেকে তার স্বামীকে তুলে নিয়ে যায়। এসময় তারা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেয়। তারা কোন থানার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী কোন বাহিনীর সদস্য সেটি বলেনি। এ নিয়ে তারা উদ্বিগ্ন রয়েছেন।

ইউপি সদস্য দেবাশিষ বিশ্বাস জানান, সানোয়ার হোসেনের বাড়ি সম্ভবত চুয়াডাঙ্গা জেলায়। তিনি দীর্ঘ ২০-২৫ বছর ধরে এখানে বসবাস করছেন। এখানে তিনি বিয়ে করে জীবন-যাপন করছেন। তার এক ছেলে ও মেয়ে সন্তানও রয়েছে। তবে তার নামে কোন মামলা আছে কী না তা তাদের জানা নেই। কে বা কারা তাকে তুলে নিয়ে গেছে তাও স্পষ্ট নয়। একেক সময় একেক কথা শুনছি। কেও বলছে র‌্যাব নিয়েছে আবার কেও বলছে পুলিশ নিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সানোয়ার হোসেনের বাড়ি পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামে। ২০-২৫ বছর আগে সে হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ গ্রামে বিয়ে করে সেখানেই বসতি স্থাপন করেন।

এ বিষয়ে জীবননগর থানার ওসি সাইফুল ইসলামের সাথে এ প্রতিনিধির কথা হলে তিনি সানোয়ার হোসেনকে গ্রেপ্তারের কথা স্বীকার করে জানান, সে আন্দুলবাড়িয়া গ্রামের টেঙ্গর মন্ডলের ছেলে। তার নামে ২০০৮ সালে যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় আদালতে মামলা রয়েছে। যার নাম্বার সিআর ৯০৭/০৫। এই মামলার সাজাপ্রাপ্ত আসামি সে। ২০০৮ সাল থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এই মামলায় তাকে কোর্ট-হাজতে প্রেরণ করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন