Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কালীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কালীগঞ্জ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে ডুবে হুজাইফা হোসেন নামের দুই বছরের এক শিশু মারা গেছে। নিহত শিশু উপজেলার রায়গ্রাম ইউনিয়নের হাজীপুরমুন্দিয়া গ্রামে রনি শেখের ছেলে। রনি শেখ পেশায় একজন রাজমিস্ত্রি।

প্রতিবেশীরা জানায়, মা রেশমা বেগম শনিবার বেলা ১১টার দিকে কিস্তির টাকা দিতে প্রতিবেশির বাড়িতে যায়। এসময় শিশুটি খেলতে খেলতে সবার অগোচরে বাড়ির পাশের পুকুর পানিতে পড়ে মারা যায়।

পাশের বাড়ির রাজমিস্ত্রী মেহেদী হাসান বলেন, শিশুটির মা কিস্তির টাকা দিয়ে বাড়িতে এসে মেয়েকে না পেয়ে খোজাখুজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে হাসাতালে নিয়ে যায়।

স্থানীয় ইউপি মেম্বার জহুরুল ইসলাম জানান, পানিতে ডুবে মারা গেছে সংবাদ পাওয়ার পর আমি হাসপাতালে এসেছি। এরপর থানা পুলিশকে বিষয়টি জানিয়ে শিশুর মরদেহ বাড়ি নিয়ে দাফন করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মহুয়া পারভিন জানান, পানিতে ডুবে মৃত্যুর পর শিশুর মরদেহ হাসপাতালে এনেছিল। পরে পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

 

খুলনা গেজেট/এমএইচবি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন