Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

হরিণাকুন্ডুতে গাছের সাথে বাইসাইকেলের ধাক্কায় শিশু নিহত

হরিণাকুণ্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বাইসাইকেল চালানো শিখতে গিয়ে গাছের সাথে ধাক্কায় সুরাইয়া (১০) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (২ জুন) দুপুরে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের ভবিতপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সুরাইয়া ওই গ্রামের ফুলছদ্দিনের মেয়ে। সে ভবিতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

নিহতের চাচা নজির উদ্দিন জানান, দুপুরে সুরাইয়া বাড়ি থেকে তার বাবার বাইসাইকেল নিয়ে সাইকেল চালানো শেখার জন্য বাড়ির বাইরে যায়। পাশেই নিজেদের আঙিনায় সে সাইকেল চালানো শিখতে থাকে। একপর্যায়ে আমগাছের সাথে ধাক্কা লেগে সুরাইয়া বুকে ও মাথায় আঘাত লাগে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজেদুর রহমান জানান, শিশুটির বুকে ও মাথায় আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ফলে হাসপাতালে আসার পথেই তার মৃত্যু হয়েছে।

হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন