Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কালীগঞ্জের সবথেকে বড় মুদি দোকান আগুনে ভস্মিভূত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে ভয়াবহ আগুনে একটি মুদি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়ে গেছে। ভাই ভাই ট্রেডার্স নামে ওই ব্যবসা প্রতিষ্ঠানের কমপক্ষে ২৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার ভোর রাতে কালীগঞ্জ পৌর শহরের কোটচাঁদপুর সড়কের আড়পাড়া মোড়ে।

প্রতিষ্ঠানের মালিক আব্দুস ছালাম বলেন, আমি মুদি ও হার্ডওয়্যারের সকল পণ্যের ব্যবসা করি। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে দোকান বন্ধ করি। প্রতিদিন যাওয়ার আগে ফ্রিজসহ সকল সুইচ বন্ধ করে রেখে যায়। কিন্তু ঘটনার দিন ঘূর্ণিঝড় ইয়াসের কারণে কয়েকদিন বিদ্যুৎ নাও থাকতে পারে ভেবে ফ্রিজের সুইচ অন রেখেই দোকান বন্ধ করে বাড়ি যায়। এরপর রাত তিনটার দিকে নাইট গার্ডের মাধ্যমে সংবাদ পায় দোকানের মধ্যে আগুন জ্বলছে। এসময় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগের দোকানের মধ্যে থাকা সব ধরনের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে দোকান মালিক ও ফায়ার সার্ভিস তাৎক্ষনিকভাবে ক্ষতির পরিমাণ বলতে না পারলেও দোকান মালিকের ছোট ভাই আবুল কালাম আজাদ জানায়, আগুনে প্রায় ২৫ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে তাদের।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মামুনুর রশিদ জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করি। আধা ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এলেও তার আগে দোকানের সব মালামাল পুড়ে যায়। তবে আগুন লাগার সাথে সাথে আমাদের খবর দিলে হয়তো ক্ষতির পরিমাণ কম হত বলে যোগ করেন এই দমকল কর্মকর্তা।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন