Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

আগুনে পুড়ে সাত মাসের শিশুর মৃত্যু, ৩টি ঘর ভস্মীভূত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার ভাদালিডাঙ্গা গ্রামে আগুনে পুড়ে মারা গেছে তানিশা নামের ৭ মাসের এক কন্যা শিশু। এছাড়াও অগ্নিকান্ডে ভস্মীভূত হয়েছে ৩ টি ঘর।

শুক্রবার(৭ মে) সকালে সদর উপজেলার ভাদালিডাঙ্গার পুর্বপাড়ায় এ ঘটনা ঘটে। শিশু তানিশা ওই গ্রামের ইব্রাহিম হোসেনের মেয়ে।

গান্না ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন মালিতা জানান, সকাল সাড়ে ১০ টার দিকে হঠাৎ করেই দিনমজুর ইব্রাহিমের বাড়িতে আগুন ধরে যায়। মুহুর্তে তা ছড়িয়ে পড়ে অন্যঘরে। আগুনের খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। পুড়ে মারা যায় ঘরের ভেতর ঘুম পাড়িয়ে রাখা ৭ মাসের শিশু তানিশা।

বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

এ ঘটনার পর সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন ঘটনাস্থল পরিদর্শন করে ৫ টি কম্বল, ৩ বান টিনসহ নগদ টাকা সহযোগিতা দিয়েছেন। এছাড়াও জেলা প্রশাসক মজিবর রহমান ২০ হাজার টাকা ও ২০ কেজি চাল সহায়তা প্রদান করেছেন।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন