Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সহ-সভাপতি জাফিরুলকে বহিষ্কার

হরিণাকুন্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সহ-সভাপতি জাফিরুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। বুধবার বিকালে প্রেসক্লাবের মাসিক সভা, দোয়া ও দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। প্রেসক্লাব সভাপতি এম সাইফুজ্জামান তাজুর সভাপতিত্বে সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সাধারণ সম্পাদক এইচ মাহবুব মিলুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি সাইফুল রহমান বাদল, সহ-সভাপতি এল বি লিটন, সহ-সভাপতি মোস্তাক আহাম্মেদ,সহ-সভাপতি ছমিরুল ইসলাম। যুগ্ম সাঃ সম্পাদক, বিপ্লব হোসেন, যুগ্ম সাঃ সম্পাদক রাব্বুল ইসলাম, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক এস এম সিহাব, ধর্ম বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান, নির্বাহী সদস্য মামুনুর রশীদ টিটন, সাংগঠনিক সম্পাদক এম টুকু মাহমুদ, জাভেদ হাসান আক্তার, ইখতিয়ার উদ্দীন, আব্বাস উদ্দীন, রাজু হোসেন, আশরাফুল ইসলাম, শাহাদত হোসেন প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সহ-সভাপতি জাফিরুল ইসলামকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার সহ একই অপরাধে প্রচার সম্পাদক সৌরভকে কেন বহিষ্কার করা হবে না সেই মর্মে কারণ দর্শানো নোটিশ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন