Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কালীগঞ্জে মৌমাছির কামড়ে কৃষকের মৃত্যু

কালীগঞ্জ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের ক্ষেত দেখতে গিয়ে মৌমাছির কামড়ে গোপাল কিশোর পাল (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। মৃত গোপাল উপজেলার বালিয়াডাঙ্গা পালপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, বুধবার সকালে দিনমজুর নিয়ে নিজের ক্ষেতে কাজ করতে যান গোপাল। তাদের কাজ দেখিয়ে দিয়ে তিনি পাশের আরেকটি ক্ষেত দেখতে যান। সেখানে বাঁধা দুটি গরু মারামারি করার সময় মৌমাছির চাকে আঘাত লাগে। এতে চাক ভেঙে যায়। এ সময় চাকের মৌমাছি এসে গোপালকে কামড়াতে থাকে। গোপালের চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন