বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

কালীগঞ্জে শসার ক্ষেত কেটেছে দুর্বৃত্তরা

কালীগঞ্জ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জের পল্লীতে এক কৃষকের শসার ক্ষেত কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে উপজেলা মালিয়াট ইউনিয়নের গয়েশপুর গ্রামের মাঠে এই ফসলের ক্ষেত কাটার ঘটনাটি ঘটে।

ক্ষতিগ্রস্ত শসা ক্ষেতের মালিক গয়েশপুর গ্রামের আনসার আলীর ছেলে বাপ্পারাজ ওরফে বাপ্পি। রোববার সকালে সে শসা তুলতে গিয়ে দেখতে পায় গাছগুলো শুকিয়ে যাচ্ছে। এর আগেও গত এক বছরে চারবার তার বেগুন ও ফুলকপিসহ বিভিন্ন সবজি ক্ষেত কেটে দেয় দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্ত কৃষক বাপ্পি জানান, আমার এই জমিতে শসা চাষ করতে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার টাকা খরচ হয়েছে। এই ১০ শতক জমি থেকে প্রায় ৫০ হাজার টাকা শসা বিক্রি করার আশা ছিল। রোববারও চার মন শসা তোলার আশা করে মাঠে গিয়েছিলাম। ক্ষেতে গিয়ে দেখি কারা আমার জমির সব গাছ কেটে সাবাড় করে দিয়েছে।

তত্বিপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম বিষয়টি অমানবিক উল্লেখ করে জানান, লোকমুখে সংবাদ পেয়ে ক্ষতিগ্রস্ত ক্ষেত পরিদর্শনে গিয়েছিলাম। তবে ক্ষতিগ্রস্ত কৃষক কোন অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা গেজেট/এমএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন