Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কালীগঞ্জে করোনায় মারা যাওয়া নারীর দাফন সম্পন্ন

কালীগঞ্জ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামে করোনা আক্রান্ত হয়ে রহিমা খাতুন (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তিনি বেজপাড়া গ্রামের গোলাম কিবরিয়ার স্ত্রী। এদিকে, এর আগে করোনায় আক্রান্ত হয়ে নিহতের ছেলে সাঈদ হোসেন খুলনা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। সাঈদ হাসান কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন কলেজের প্রভাষক। তিনি বর্তমানে সুস্থ আছেন।

পারিবারিক সুত্রে জানা গেছে, করোনা উপসর্গ নিয়ে বাড়িতে অসুস্থ হয়ে পড়লে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। এরপর তার করোনা পজেটিভ আসে। অবস্থার অবনতি হলে ২৮ তারিখে খুলনা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তিনি মারা যান।

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, রোববার বিকেলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে মাওলানা রুহুল আমিনের নেতৃত্বে বেজপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে মৃত ব্যক্তিকে দাফন করা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন